Annual Performance Agreement (APA)-..

Annual Performance Agreement (APA)-২০১৯-২০ এ বিএসএমআরএমইউ এর ১ম স্থান অর্জন


সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে ইউজিসি অডিটরিয়ামে চলতি অর্থবছরের চুক্তি সম্পাদন এবং ২০১৯-২০২০ অর্থবছরের এপিএ’র মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মো. আবু তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর পক্ষে ট্রেজারার (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার), কমডোর এম কামরুল হক (এনডি), এনজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন এবং কম্পিউটার প্রোগ্রামার ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব মোঃ ফারুক মামুন বিশ্ববিদ্যালয়ের পক্ষে এপিএ ২০১৯-২০ এর অর্জনসমুহ সভায় উপস্থাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়সমুহের ২০১৯-২০২০ অর্থবছরের এপিএ’র মূল্যায়ন সভায় বিএসএমআরএমইউ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় (৪৬টি) এর মধ্যে সর্বোচ্চ স্কোর- ৯১.৩ করে প্রথম স্থান অর্জন করে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রবর্তন করা হয়।