We Strive For Maritime Excellence
প্রেরক: উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।
প্রাপক: বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।
ঈদ মোবারক, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গকে- আমি ও আমার সহধর্মিণীর পক্ষ থেকে জানাই মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
করোনার কারণে বিশ্ব আজ বলতে গেলে অবরুদ্ধ। সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় বিশ্বজুড়ে থমকে গেছে মানবজীবন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পূর্বের ন্যায় পালন করা যাবে না। ঘরে বসে ঈদ উৎসব পালন করতে হবে সকলকে। ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সুসংঘবদ্ধতার মহান শিক্ষা। ঈদ উৎসব সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায়। এভাবে আমাদের জীবনে ঈদুল ফিতরের উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটাতে হবে। প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে সামর্থ্য অনুযায়ী।
বিশ্বব্যাপী মুসলিম সমাজে ঈদুল ফিতর অন্যান্য বৎসরের ন্যায় আনন্দ আর উৎসব বয়ে এনেছে, কিন্তু বাস্তবে করোনা আতঙ্কে আজ সবাই উৎসব-বিমুখ। আপনারা দোয়া করবেন যেন এ করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাই, আমাদের দেশ যেভাবে আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই গতিধারাটা যেন অব্যাহত থাকে। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে মহান আল্লাহর কাছে এই হোক আমাদের সকলের প্রার্থনা ।
সবার ঈদ হোক সুন্দর, আনন্দময়, নিরাপদ এবং উৎসবময়। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঘরে বসে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷
ভাল থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
জয় বাংলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চিরজীবী হোক।
ঈদ মোবারক!!!!!